English

28.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

মাইকে ধরা পড়ল সালমান আঘার ‘গালি’, ভিডিও ভাইরাল

- Advertisements -
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান।প্রথমে ব্যাট করে আফগান স্পিন আক্রমণের সামনে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় সালমান আলী আঘার দল। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান মাত্র ৬৬ রানে অলআউট হয়।

অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের শিরোপা নিশ্চিত করেন।

ম্যাচে অধিনায়ক হিসেবে বড় ভূমিকা রাখেন সালমান আঘা। মাঝমাঠে দাঁড়িয়ে সতীর্থদের নিয়মিত উৎসাহ দিতে দেখা যায় তাকে। তার অনুপ্রেরণাদায়ক নির্দেশনা পাকিস্তানি বোলারদের উজ্জীবিত করে।

তবে ফাইনাল শেষে অন্য কারণে আলোচনায় আসেন তিনি।

 

স্টাম্প মাইকে ধরা পড়ে সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় ব্যবহৃত তার অশালীন শব্দ। স্থানীয়ভাবে প্রচলিত এক ধরনের গালি ব্যবহার করতে শোনা যায় তাকে। মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কেউ কেউ এটিকে হাস্যকর হিসেবে নিলেও, অনেক ভক্ত হতবাক হয়েছেন মাঠে এমন ভাষা ব্যবহারের ঘটনায়।

ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা আঘার হতাশার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। সিরিজে পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০৯ রান। ফাইনালে করেন ২৪ রান, যদিও রশিদ খানের বিপক্ষে দুটি ছক্কায় কিছুটা দর্শক মাতিয়েছিলেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তান ইতিবাচক মানসিকতা নিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ২০২৫-এ নামবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4gw2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন