শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে দেশটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এখনই ঘরোয়া ক্রিকেট শুরু করা হবে বলেও জানান তিনি।
সোমবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার কঠিন শর্তে খেলতে রাজি নয় বাংলাদেশ। চিঠিতে বিষয়টি লঙ্কান বোর্ডকে জানিয়েছেন তারা।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ২৭শে সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু টাইগারদের কঠিন শর্ত বেধে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। এই সময়ে কোনো অনুশীলন করতে পারবেন না তারা। এমনকি খাবারের জন্যও রুম থেকে বের হতে পারবেন না। গতকাল এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনটাই জানায় এসএলসি। তবে বিসিবি আজ ফিরতি চিঠিতে লঙ্কান বোর্ডকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
এখন লঙ্কান বোর্ড কী জবাব দেয়, সেই অপেক্ষায় আছে বিসিবি।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজের সূচিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। খসরা সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৩ অক্টোবর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cfjb
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন