English

27.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলবেন শোয়েব মালিক!

- Advertisements -

নাসিম রুমি: বয়স পেরিয়ে ৪৩। চুল-দাড়িও পাকা শুরু করেছে। তবে এখনো ২২ গজ মাতিয়ে যাচ্ছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হুইলচেয়ারে যা পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

জাতীয় দলের দরজা বন্ধ হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি শোয়েব মালিক। সবশেষ দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের নভেম্বরে। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন নিয়মিত।

সম্প্রতি পাকিস্তানের হয়ে ২২ গজ মাতাচ্ছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল)। আসরে তার দল ইতোমধ্যে নিশ্চিত করেছে ফাইনালও।

সেখানে এক সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রাখা প্রসঙ্গে মালিক বলেন, ‘আমি পরিষ্কার খাবার খাই, ভালোভাবে ঘুমাই এবং স্বাস্থ্যকর খাবার খাই। আমি এখনো মাঠে নামা উপভোগ করি এবং আমি আমার ক্রিকেটকে ভালোবাসি। ফিট থাকার এটাই আমার গোপন রহস্য।’

আর কতদিন তিনি খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্নের উত্তরে মালিক বলেন, ‘আমি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব।’

মালিক পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২ হাজার ৪৩৫ রান করেছেন। পাশাপাশি ২৮টি উইকেটও নিয়েছেন। ক্যারিয়ার জুড়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৫৭টি ম্যাচ খেলেছেন মালিক। রান করে সাড়ে ১৩ হাজারের বেশি। ৮৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r1xk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন