English

33 C
Dhaka
রবিবার, আগস্ট ৩১, ২০২৫
- Advertisement -

১২ হাজার কোটি টাকার মালিক হওয়ার আগে থামতে চাইনা: শোয়েব আখতার

- Advertisements -

নাসিম রুমি: সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার খুব বড় লক্ষ্য স্থির করেছেন। শত কোটি ডলার সম্পদের মালিক হতে চান তিনি। প্রথম পাকিস্তানি হিসেবে নামের পাশে বিলিয়নিয়ার শব্দটি বসাতে চান। বাংলাদেশি মূল্য মানে যা ১১ হাজার ৯৫০ কোটি।

২০১১ সালে অবসরের পরও পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকতে পারেন না। বলা ভালো, নিজেই বারবার নানা কারণে সংবাদের শিরোনাম হন। আগে তবু সংবাদ মাধ্যমের জন্য অপেক্ষা করতে হতো, গত কিছুদিন ধরে সে কষ্টও করতে হচ্ছে না।

ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত নিজের মতামত জানান শোয়েব। সে মতগুলো প্রায়ই বর্তমান ক্রিকেটারদের গায়ে জ্বলুনি ধরানোর মতো। অবশ্য সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের অধিকাংশই এখন ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। তাঁদের সঙ্গে শোয়েবের পার্থক্য হলো, ক্রিকেটের বাইরেও বিভিন্ন খাতে বিনিয়োগ করতে শুরু করেছেন তিনি।

হিসেব রাখা শুরু করার পর ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম বলটির মালিক আবাসন ব্যবসায় নেমেছেন। টিভি চ্যানেলের বিশেষজ্ঞ ভূমিকায়ও নিয়মিত দেখা দেন। সেখানেও অবশ্য একবার বিতর্কের জন্ম দিয়েছেন সঞ্চালক ও মালিকের সঙ্গে প্রকাশ্য মনোমালিন্যে।

সে জিয়া হোক, তারকা খ্যাতি কাজে লাগিয়ে নিজের সম্পদের পরিমাণ বাড়িয়ে নেওয়ার কাজটা ভালোই পারেন শোয়েব। পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনীদের একজন তিনি।

কিন্তু শুধু ক্রিকেটারদের মধ্যে আটকে থাকতে চান না শোয়েব আখতার। টিএনকেএস চ্যানেলের পডকাস্টে কথা বলতে গিয়ে বলেছেন নিজের লক্ষ্যের কথা, ‘আমি ইউএস ডলারের হিসেবে পাকিস্তানের প্রথম বিলিয়নিয়ার হতে চাই। একদিন আমি পাকিস্তানের চেয়েও ধনী হতে চাই। আমি মজা করছি না। আমি এ ব্যাপারে একদম সিরিয়াস।’

সে পথে হাঁটতে বেশ লম্বা পথ পাড়ি দিতে হবে। ফোর্বস ২০২৪ সালে বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করেছে। ইউএস ডলারের মূল্য মানে ১০০ কোটি ডলার সম্পদ আছে, বিশ্বে এমন ২ হাজার ৭৮১ জন ধনী ব্যক্তির খোঁজ মিলেছে। এর মধ্যে ভারতের আছেন ২০০ জন। তবে পাকিস্তানের কেউ নেই।

তবে শোয়েবের জন্য আশার ব্যাপার, প্রতি বছরই বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে। ২০২৩ সাল থেকে ২০২৪ সালে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১৪১ জন!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qzg4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন