English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৩

- Advertisements -

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৩ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কলাতলী লাইটহাউস এলাকার এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে হোটেল মোটেল জোন লাইটহাউস এলাকার এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউসে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গেস্ট হাউসের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত সাতজন তরুণী এবং ছয় তরুণসহ ১৩ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না।

আপেল মাহমুদ আরও বলেন, পরিচয়পত্র ছাড়া হোটেলে আসা এসব তরুণ-তরুণীর কোনো বিপদ হলে সমস্যায় পড়তে হতো আমাদের। তাই তাদের আটক করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

আইডি কার্ড ছাড়া কেন কক্ষ ভাড়া দেওয়া হয়েছে সেজন্য হোটেল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fniy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন