English

28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ইভটিজিং এর অভিযোগ এনে ১১ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

- Advertisements -

ইভটিজিং এর অভিযোগ এনে পাবনার আটঘরিয়ায় অনিক হোসেন নামের ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। এ অভিযোগে কামাল হোসেন ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরের দিকে আটঘরিয়া পৌরসভার উত্তরচক মহল্লার জাহানারা খাতুনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিশু অনিক হোসেন পার্শ্ববর্তী গ্রামের কামাল হোসেন ভুঁইয়ার মেয়েকে ইভটিজিং করে এমন অভিযোগ এনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

Advertisements

এর পর তাঁর বাড়ির উঠানে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে ৩/৪ জন মিলে নির্যাতন করে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে অনিককে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি স্থানীয়রা ভিডিও ও ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিলে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মঙ্গলবার আটঘরিয়া থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

Advertisements

অনিকের মা জাহানারা খাতুন তাঁর সন্তানকে নির্যাতনকারীর শাস্তি দাবি করেন।

আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আজ নির্যাতিত শিশুর মা বাদী হয়ে চারজনের নামে একটি মামলা করেন। পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। ওসি আরো জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মূল ঘটনা উৎঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। এখন সে ভালো আছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন