গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্রকরে বিএনপির দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের টিয়ারশেলের ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার বিএনপি ও পৌর বিএনপির আর কয়েক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই বিএনপির এক অংশ কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করে নেতা কর্মীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে বিএনপির এক অংশ বিজয় মিছিল বের করে। বিএনপির অন্য এক অংশের নেতাকর্মীরাও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এতে দুই পক্ষের নেতা কর্মীরা খাওয়া পাল্টা দেওয়া শুরু করলে। পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য কয়েক টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় নেতাকর্মীদের । এতে কমপক্ষে ১০ জন আহত হয়। ওই ঘটনায় কালিয়াকৈর এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। অপ্রীতিক ঘটনা না ঘটে তার জন্য সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পরিবেশ শান্ত আছে। কোন ধরনের নাশকতার সৃষ্টি যেন না হয়। তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন।