কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন পিতা সাহেব আলী। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়ের হোসেন (১৯)-এর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, ১০ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিবাদ বাড়িতে তোলপাড় সৃষ্টি করে। পরিবারের কাছ থেকে জানা যায়, পিতা সাহেব আলী ছেলের কাছে টাকা চাওয়ায় বিরোধ গড়ে ওঠে। একপর্যায়ে জুবায়ের হোসেন তার পিতাকে মারাত্মকভাবে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সাহেব আলী একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যুর খবরে পুরো গ্রামে দুঃখের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী মডেল থানার ওসি মাহবুর রহমান এই ঘটনার বিষয়ে জানান, “ঘটনার তথ্য আমাদের কাছে সততা পাওয়া গেছে। আমরা পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবারের অভিযোগে বলা হয়েছে, পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেনি। তবে পুলিশের অভিযান ও প্রস্তুতি নিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।
স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসী আশা করছেন, দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যকর হবে।
