English

26.4 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

- Advertisements -

কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলী (৩৬)।

স্থানীয় সুত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে  ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন করা ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকেরা আবারও সেখানে এসে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে।

এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকেরা নাচানাচি শুরু করে। এসময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. জহুরুল ইসলাম। ওসি জানান, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0cd8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন