খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বয়োবৃদ্ধ আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪২)।
স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১২ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ উদ্বার করা হয়। বুধবার রাতের কোন সময় হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ওই রাতে মা-মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ক্রাইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে এবং কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।