English

31.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-ইয়াবা সহ শীর্ষ দাদন ব্যবসায়ী আজাদ আটক

- Advertisements -

মাহমুদ হাসান নাঈম, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদনের আড়ালে চলা অপরাধ সাম্রাজ্যে বড়সড় আঘাত হেনেছে যৌথ বাহিনী। হীরকপাড়া এলাকার “ভাই ভাই সমবায় সমিতি”-তে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও প্রযুক্তি সরঞ্জামসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম।

অভিযানে আটক হওয়া চারজন হলেন, আজাদ শেখ (চিহ্নিত দাদন ব্যবসায়ী), আসাদ শেখ, মোশাররফ হোসেন ও ছোটন মিয়া।

৪ জুলাই দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রাতভর চলে গোয়েন্দা তথ্যভিত্তিক এই অভিযান। অভিযানে উদ্ধার করা হয়
বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, ১টি নকল পিস্তল এবং ৫টি স্মার্টফোন ও ২টি ল্যাপটপ।

ঘটনার পরপরই গোটা এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। অনেকেই নিজের উদ্যোগে মিষ্টি বিতরণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, “আজাদ শেখের মতো লোকেরা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছিল। আজকের অভিযান যেন মুক্তির সূচনা।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা প্রস্তুত করা হচ্ছে। জব্দকৃত আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং দ্রুত আদালতে পাঠানো হবে আসামিদের।

আজাদ শেখ শুধু দাদন ব্যবসায়ী নন, বরং গোবিন্দগঞ্জে একটি ছায়া-চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন বলে দাবি করেছে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র। এই চক্র মাদক, অর্থ আত্মসাৎ ও ডিজিটাল অপরাধেও সক্রিয় ছিল বলে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/loba
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আনন্দমেলায় প্রথমবার প্রীতম

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন