English

25.7 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেপ্তার

- Advertisements -

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু ফেরদৌস হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিশির মোড় এলাকায় এ ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ফেরদৌস হোসেন জেলার সদর থানার বেল আমলা গ্রামের মৃত আব্দুল জাবদুলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ ওই গৃহবধূকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব সহ আজেবাজে কথা বার্তা বলিয়া আসিতেছিল খালু। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌরসভার নিশির মোড় ওই গৃহবধূর বাড়ীতে বেড়াইতে আসে খালু ফেরদৌস হোসেন। ওই গৃহবধূর ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মিষ্টি খেতে দেয়। তখন খালুর কোল হইতে ওই গৃহবধূ ছেলেকে নিতে গেলে বাড়ীতে কেউ না থাকার সুযোগে হঠাৎ ঝাপটিয়ে ধরে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

ওই গৃহবধূর চিৎকার করলে দৌড়ে পালিয়ে যায় ফেরদৌস। এসময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করে। পরে ওই গৃহবধূ থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7pe3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন