English

35 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

গেট খুলতে দেরি করায় নিরাপত্তাকর্মীকে গাড়িচাপায় হত্যার অভিযোগ

- Advertisements -

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ভবনের গেট খুলতে দেরি করায় ওই ভবনের এক ফ্ল্যাটের মালিক নিরাপত্তাকর্মীকে গাড়িচাপা দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজলুল হক নামের ওই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

অভিযুক্ত ফ্ল্যাটমালিকের নাম মফিদুল ইসলাম। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী। এ ঘটনার পর থেকে গাড়ির মালিক অভিযুক্ত মফিদুল পলাতক।

Advertisements

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সাদা রঙের একটি সেডান গাড়ি ওই নিরাপত্তারক্ষীকে চাপা দেয়।

নিহত ফজলুল হকের বাড়ি নেত্রকোনায়। তিনি ওই ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

Advertisements

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের চালকের সঙ্গে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তাকর্মীর ওপর গাড়ি উঠিয়ে দেন। এছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মী ফজলুল হককে হাসপাতালে নিতেও অবহেলার অভিযোগ করেন তারা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী বলেন, গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহতের ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় গাড়ির মালিক পলাতক। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন