মাহমুদ হাসান নাঈম, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজিরবিহীন নৃশংসতায় গলা কেটে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবিন্দগঞ্জ থানার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির-কে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে শীতলগ্রামের একটি সড়কের পাশে নজিরের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী চিৎকার দিলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্রামের লোকজনের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নজির দীর্ঘদিন ধরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃত্বে যুক্ত ছিলেন। সমাজে সক্রিয় ভূমিকার কারণে তিনি অনেকের কাছে ছিলেন প্রিয়, আবার বিভিন্ন কারণে শত্রুও তৈরি হয়েছিল।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নিরাপদ নিউজকে বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।”
জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গোবিন্দগঞ্জে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটছে, যা সাধারণ মানুষকেও আতঙ্কিত করে তুলেছে।