English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

গোয়ালন্দে হেরোইনসহ মৌসুমী গ্রেপ্তার

- Advertisements -

রাজবাড়ীর গোয়ালন্দে ১৫০ পুড়িয়া হেরোইনসহ মৌসুমী বেগম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।

আজ বুধবার দুপুরে মৌসুমীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মৌসুমীকে গ্রেপ্তার করা হয়।

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গতকাল রাত ১১টার দিকে উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ১৫০ পুড়িয়া হেরোইনসহ মৌসুমী বেগমকে গ্রেপ্তার করা হয়। ১৫০ পুড়িয়ায় মোট ১৫ গ্রাম হেরোইন ছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার মৌসুমী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় ও গোয়ালন্দ ঘাট থানায় ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z041
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন