ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে সাভার পৌরসভায় দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকায় পৌরসভা কার্যালয়ে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য চলতি বছরের জুনে আবেদন করেন হাকিম আলী সরদার। ওই আবেদনের প্রেক্ষিতে কর আদায়কারী নজরুল ইসলাম তার কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেন।
তা সত্ত্বেও ফাইলটি নিষ্পত্তি না করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন তিনি। বুধবার দুপুরে সেই ফাইলটি আরেক কর্মকর্তা নাজমুলের কাছে গেলে তিনিও ঘুষের নেন ওই সেবা গ্ৰহিতার কাছ থেকে।
সেখান থেকেও নজরুল ভাগ চাইলে বাটোয়ারা নিয়ে দুজনের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে অফিস কক্ষের মধ্যেই উভয়ে লিপ্ত হন মারামারিতে।
খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা পৌরসভায় গেলে তখনও ওই দুই কর্মকর্তা লিপ্ত ছিলেন মারামারিতে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ ধ্যমে ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন ওই দুই কর্মকর্তা।