English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভাইকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেফতার

- Advertisements -

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছোট ভাই জানে আলমকে হত্যার অভিযোগে আপন বড় ভাই খোরশেদ আলম (৪৫) ও ভাবি খালেদা বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ রবিবার বেলা ১১টায় ভূজপুর থানার শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খোরশেদ আলম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা গ্রামের মৃত উকিল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‍্যাব জানায়, গত ৯ এপ্রিল বিকাল ৫টায় বাড়ির সীমানা পিলার নির্ধারণ নিয়ে জানে আলম ও খোরশেদ আলমের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খোরশেদ ও তার স্ত্রী খালেদা বেগম শাবল দিয়ে জানে আলমকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় জানে আলমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দুই জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন খোরশেদ ও তার স্ত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3u9b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন