গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের দারিয়াপুর থেকে শনিবার রাতে পুলিশ আন্তঃসড়ক ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হাসানপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হাবিব ওরফে রিপন (২৮), একই জেলার দাউদকান্দি থানার বেলানগর গ্রামের ওয়ালি উল্লাহর ছেলে রুবেল (২৮), একই গ্রামের মৃত ঝড়ু মিয়ার ছেলে রাসেল, শাহাজ উদ্দিনের ছেলে আলা উদ্দিন (৩৩), কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৩), বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার আখাউরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে সোহাগ মিয়া (২৭)।
পুলিশ এদের কাছ থেকে ঢাকা মেট্রো ন-২১-১৪৭১ নম্বরের একটি পিকআপ ভ্যান, একটি প্লাস, একটি সুইচরেঞ্জ, দুইটি স্ক্রু ডাইভার, একটি কেচি, দুইটি লোহার রড, তিনটি গামছা উদ্ধার করেছে। এঘটনায় পুলিশের এসআই মোরশেদ আলী মোল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃসড়ক ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের সাথে থাকা অন্যদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন