নরসিংদীর পলাশে বর্ষা বেগম (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অন্তর সরকারের বিরুদ্ধে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4p0w
নরসিংদীর পলাশে বর্ষা বেগম (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অন্তর সরকারের বিরুদ্ধে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর ভাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অন্তর সরকার পলাতক রয়েছেন।
বর্ষার বাবা আনোয়ার হোসেন বলে, ‘সাত মাস আগে পারিবারিকভাবে ভাঙ্গাল পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর সরকারের সঙ্গে বর্ষা বেগমের বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে প্রায় সময় বর্ষাকে মারধরও করতো অন্তর। সর্বশেষ বুধবার সকালে আমার মেয়েকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে অন্তর। কিন্তু আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় সে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তদন্ত রিপোর্টের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়