নিজের নানা-নানিকে মা-বাবা সাজিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে নানার বাড়ির সম্পত্তি আত্মসাৎ করা হলো না প্রতারক মো. নাছির নামে এক যুবলীগ নেতার। অবশেষে ওই প্রতারককে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
বুধবার (২০ আগস্ট) বিকালে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রূপন নাথ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার বিকালে জেলা পিবিআই সদস্যরা তাকে আটক করে।
আটককৃত প্রতারক নাছির উপজেলার মেখল ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র। তিনি আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড শামশুল আলম মাস্টার বাড়ি বাসিন্দা মো. নুরুল আলম বলেন, প্রতারক নাছির সম্পর্কে আমার ভাগ্নে। সে আমার বোনের প্রথম ঘরের সন্তান। তার মাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার পর থেকে সে আমাদের ঘরে লালিত-পালিত হয়েছে।
এর মধ্যে সে আমার পিতা সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা জানে আলমের মুক্তিযোদ্ধা ও অবসরকালীন ভাতা এবং তার সম্পত্তি আত্মসাৎ করতে নিজের নানা-নানিকে মা-বাবা সাজিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে এ নিয়ে আমি ও আমার পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই। কারণ সে তখন রাজনীতির প্রভাব খাটিয়ে তা মীমাংসা করতে রাজি হয়নি। তাই আমি আর কোনো উপায় না দেখে সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম আদালতে তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করি। ওই মামলার তদন্তভার পিবিআইয়ের ওপর ন্যস্ত হয়।
কিছুদিন আগে ওই মামলার তদন্ত প্রতিবেদন পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতে প্রেরণ করেন। তবে ওই তদন্ত প্রতিবেদন সঠিক নয় মর্মে আদালতের কাছে প্রতারক নাছির আবেদন করলে আদালত ফের অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। এরপর সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তা তদন্ত কাজে তাকে তাদের চট্টগ্রাম কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে। এর মধ্যে সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তা জানতে পারে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাই তাকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন জানান, আটককৃত নাছিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলা পিবিআই তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানা, নগরীর চকবাজার থানা, কোতোয়ালি থানা, ফটিকছড়ি থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই এবং চুরির মামলা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।