নেত্রকোনার মদনে ভাবিকে (২৮) শ্লীলতাহানি করার অভিযোগে মগবুল হোসেন (৩৫) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি মগবুল হোসেন উপজেলার মৃত ফজলুল হকের ছেলে।
এসআই দেবাশীষ বলেন, মগবুল হোসেন প্রায়ই তার বড় ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় শনিবার (১৩ নভেম্বর) শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার (১৪ নভেম্বর) রাতে দেবর মগবুল হোসেনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন।
মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাকে আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মদন থানার এসআই দেবাশীষ জানিয়েছেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ystr
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন