English

26.4 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

- Advertisements -

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকার জন্য মো. রাশেদ (১৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১০টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের কলোনি নামক স্থানে এ ঘটনা ঘটে।

মো. রাশেদ সূবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের মৃত সাহাব উদ্দিন ওরফে শাক্কুরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আমির হোসেন জানান, চরআলাউদ্দিন গ্রামের বাসিন্দা তাজল হক ওরফে তফজল হক নিহত রাশেদের সঙ্গে বিভিন্ন স্থানে কাজ করতেন। এ সুবাধে রাশেদের কাছে তিনি এক হাজার টাকা পাওনা ছিলেন। বৃহস্পতিবার রাতে কলোনি নামক স্থানে রাশেদের সঙ্গে দেখা হলে পাওনা টাকা নিয়ে দুজনের ঝগড়া হয়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তাজল হক রাশেদকে মারধর করেন। এতে রাশেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/efyr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন