পাকশী হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় চোরাই ব্যাটারিচালিত অটোবাইকসহ এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ ইং ০৪/০১/২০২৬ তারিখ দুপুরে পাকশী হাইওয়ে থানার এসআই শ্রী সিদ্ধার্থ সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দিবাকালীন জরুরি মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় টহল পুলিশের চেকপোস্ট চলাকালে বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে একটি ব্যাটারিচালিত অটোবাইক সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরবর্তীতে যাচাই-বাছাই করে জানা যায়, অটোবাইকটি চোরাই। এ ঘটনায় মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা– আবু বক্কর, মাতা– মনোয়ারা খাতুন, সাং– দয়রামপুর, থানা– কুমারখালী, জেলা– কুষ্টিয়াকে চোরাই অটোবাইকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এদিকে পরে ইজি বাইকের প্রকৃত মালিক মোঃ হুসাইন (১৯), পিতা– মোঃ গনি, মাতা– মোসাম্মৎ হোসনেয়ার, সাং– এবুনিয়া বারুইপাড়া, থানা– পাবনা সদর, জেলা– পাবনা (মোবাইল: ০১৭৫……) থানায় উপস্থিত হয়ে তার চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোবাইকটি সনাক্ত করেন। জানা যায়, চোরেরা কৌশলে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে গাড়িটি চুরি করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
