যশোরের বেনাপোলের রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
রোববার (১৩ জুন) সকালে ওই গ্রামের হযরত আলী ওরফে হজো ফকিরের বাড়ির গোয়াল ঘরের পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হজো ফকির পালিয়ে যান। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jw9d