বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া আব্দুল জলিলের বাসার পেছনে সাদা ব্যাগে লাল রঙের বোমা সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন।
বাড়ির মালিক আব্দুল জলিল জানান, আমরা কিছু জানিনা কিভাবে এইসব এখানে এসেছে। পুলিশ আসার পরে আমরা টের পেয়েছি।
এসআই বেদার উদ্দিন জানান, সামনে ইউপি নির্বাচনকে ঘিরে কোন একটি পক্ষ এই বিষ্ফোরকগুলো মজুদ করেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ককটেল। ব্যাগে ৬ থেকে ৭ টি ককটেল থাকতে পারে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, আব্দুল জলিলের বাড়ির পেছনে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। ইতোমধ্যেই আমরা জায়গাটি ঘিরে রেখেছি। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা এলেই বোমা সাদৃশ্য বস্তুটি আসলে কি, সে সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8pi9
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন