বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৯ যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার নাগরবন্দর চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কাজল ইসলাম (১৮), মিনহাজুল (১৮) আব্দুল আলিম (২০), ফেরদৌস (২০), রিজুয়ান (২৭), খয়বর ফকির (২৮), সাদ্দাম হোসেন(২০), মোস্তাকিম(২১) এবং সিফাত (২৬)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সিরাজুল ইসলাম জানান, এরা উপজেলার কিচক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে বিভিন্ন সিএনজিতে করে নাগরবন্দর এলাকায় একত্রিত হয়েছিল। পরে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/f2oz
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন