সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ বরপক্ষ কনের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়ে বিয়ে না করে চলে যায় বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, গত শুক্রবার গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসে গুলিয়াখালী গ্রামে। বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে মজার ছলে কনেপক্ষের লোকজন বরের জুতা লুকিয়ে রাখে। এ ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা-ভাংচুর এবং লুটপাট চালিয়ে চলে যায় বলে অভিযোগ কনেপক্ষের।
কনের স্বজনরা জানান, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়। সেইসঙ্গে প্রায় ২০০ মানুষের খাওয়ার আয়োজন করা হয়। কিন্তু তুচ্ছ ঘটনায় বরপক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাঙচুর চালায়। দাওয়াতে আসা স্বজনদের থেকে পাওয়া উপহার সব নিয়ে গেছে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার বিকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।
