English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

বান্দরবানে প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

- Advertisements -

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে প্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে তার স্ত্রী এবং দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের মাধ্যমে খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার ছেলে রাফি (১৩) এবং মেয়ে নুরি (১০ মাস)।

নুর মোহাম্মদের ছোটভাই আব্দুল খালেক বলেন, সারাদিন কোনো সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিলে নুর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানকে দেখা যায়। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করেন। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করেন।

লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ শত শত লোকজন এ মর্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্মদের বাড়িতে ভিড় জমান।

সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vxzn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন