রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ শুক্রবার কাস্টমস গোয়েন্দার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করেন। এ সময় দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চার ঘণ্টা তল্লাশি করা হয়। ওই ফ্লাইটের টয়লেটের নিচে ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৭.৮৮৮ কেজিভ। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xd60
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন