নওগাঁর বদলগাছীতে টাকার জন্য নিজের মাকে হত্যা করে লাশ ধান ক্ষেতে লুকিয়ে রেখেছিলো ছেলে, জানিয়েছে বদলগাছী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ছবি বেগম (৫০)। তিনি বদলগাছীর দেউলিয়া গ্রামের বাবলু দেওয়ানের স্ত্রী।
মাকে হত্যার দায়ে নিহতের ছেলে সবুজ হোসেন ও ছেলের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। টাকার জন্য ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী রুকসানা মিলে পরিকল্পিত ভাবে ছবি বেগমকে শাসরুদ্ধ করে হত্যা করে হাফেজ আলীর ধান ক্ষেতে লাশটি লুকিয়ে রেখেছিলো বলে স্বীকার করেছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ক্ষেতে ছবি বেগমের লাশ দেখতে পান। তার চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
মৃত ছবি বেগমের স্বামী বাবলু জানান, আমার স্ত্রীর নিকট ৫৬ হাজার টাকা ছিলো। আর এই টাকার জন্যেই তাকে হত্যা করেছে আমার ছেলে।