English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৪, ২০২২
- Advertisement -

মেয়েদের কলেজের সামনে অর্ধনগ্ন অবস্থায় টিকটক, আটকের পর মুচলেকায় মুক্তি

- Advertisements -

মেহেরপুর মহিলা কলেজের সামনে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও করে টিকটকে আপলোড করা তিন কিশোরকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

Advertisements

গতকাল সোমবার রাতে তাদেরকে আটক করে সমাজসেবার প্রভেশন অফিসারের কাছে সোপর্দ করেছিল পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মেহেরপুর শহরের ফৌজদারী পাড়ার শোভন নামের এক কিশোর অর্ধনগ্ন অবস্থায় মহিলা কলেজ সড়কে একটি গানের তালে নাচ করছে। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কয়েক ছাত্রী। এমন ভিডিও শোভনের বন্ধু মাহফুজের টিকটিক একাউন্টে আপলোড করা হয়।

মহিলা কলেজের সামনে ছাত্রীদের সামনে প্রকাশ্যে এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনা ইভটিজিং বলে আখ্যায়িত করেন অনেকে। বিষয়টি নজরে আসলে সদর থানা পুলিশের একটি টিম তাদের চিহ্নিত করে। এরপর সোমবার রাতে অভিযান চালিয়ে শোভন, মাহফুজ ও হৃদয় নামের তিন কিশোরকে আটক করে থানা হেফাজতে নেয়।

Advertisements

তিনি আরো বলেন কিশোর অপরাধ তাই আটককৃতদেরকে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশন অফিসারের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রভেশন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আটক তিন যুবককে অভিভাবকরদের মুচলেকায় দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবে না এবং টিকটক থেকে অশ্লীল ভিডিও ডিলেট করবে এমন শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন