English

22 C
Dhaka
বুধবার, নভেম্বর ১২, ২০২৫
- Advertisement -

মোহাম্মদপুরে ককটেলসহ আওয়ামী লীগ নেতা আটক

- Advertisements -

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিন উপজেলার চরটিটিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোরহান উদ্দিন উপজেলার ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, স্থানীয় জনতার সহযোগিতায় আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dpyn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন