রসুনের ভেতরে করে ইয়াবা পাচারের সময় র্যাবের হাতে গ্রেফতার হয়েছে একজন। শুক্রবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে এক ব্যক্তির হাতে বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে র্যাব। ব্যাগের ভেতরে পাওয়া যায় রসুন। রসুনের ভেতর থেকে উদ্ধার করা হয় ১৭শ পিস ইয়াবা। এ সময় শরীফ আহম্মেদ (২৮) নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ ৬শ টাকা। গ্রেফতার শরীফ আহম্মেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার শরীফ আহম্মেদকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2xal
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন