রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাতে ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বইও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২।
আজ বৃহস্পতিবার র্যাব-২-এর মিডিয়া কর্মকর্তা মো.আবদুল্লা আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দারুস সালাম থানা এলাকার দক্ষিণ বিশিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-২।
গ্রেপ্তারকৃতরা হলেন- অমিত হোসাইন ওরফে আবুল ওরফে সাগর(৩৮), আল-আমিন ওরফে তারিক(৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন