রাজধানীর ওয়ারীতে দুই ভাই কে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে মুন্না (১৭) নামে এক জন নিহত হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তার চাচাতো ভাই শাহিন (১৮)।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে চারটায় ওয়ারী থানাধীন, ওয়ারী পিসি ভবনের সামনে মেথর পট্টি পাশেই ঘটনাটি ঘটে।
দুজন কে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মুন্না চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তার চাচাতো ভাই শাহিন চিকিৎসা ধীন রয়েছেন। তার অবস্থাও আশংকা মুক্ত নন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান নিহত মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবিহিত করা হয়েছে।
নিহতের রড় ভাই শাওন জানান, তারা দু’জন ছুটির দিন সে কারণে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল যাওয়া পথে, কয়েক জন যুবক তাদেরকে গতিরোধ পথরোধ করে তাদেরকে ছুরিকাঘাত করে আহত করে মোটরসাইকেল (ঢাকা মেট্রো -ল – ২৬-২৩১৪) টি নিয়ে যায়।
পরে দুজনকে উদ্ধার করে সন্ধ্যায় মেডিকেলে নিয়ে আসলে মুন্নাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাচাতো ভাই শাহিন চিকিৎসাধীন রয়েছে। পুরনো ঢাকার লালচান মহন রোড ৪৬/১ নম্বর বাসার ফল ব্যবসায়ী মনিরুল ইসলাম এর ছেলে মুন্না তারা সপরিবারে ভাড়া বাসায় থাকতো। গ্রামের বাড়ি চাদপুরে।
মৃত মুন্না ট্রাকের হেলপার ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। শাহিন ও মুন্না দুজন সম্পর্কে চাচাতো ভাই।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qoc7
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন