রাজধানীর গুলশান-২ নম্বরের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন।
রবিবার রাতে গুলশান-২ একটি স্পা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। স্পা’র নামে এই সেন্টারকে পতিতাবৃত্তির কাজে ব্যবহার করা হতো।
আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/p4h4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন