রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অনিকুর রহমান রবিন (২০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তিহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গতকাল বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এটিইউর পরিদর্শক মো. হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, আটক অনিকুর রহমান রবিন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য। তিনি এটিইউ কর্তৃক তদন্তাধীন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করেছে এটিইউ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে এটিইউ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wmh8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন