রাজধানীর শ্যামপুরে গতকাল সকালে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, শিশুটির বাবা শ্রমজীবী এবং মা গৃহকর্মী। মঙ্গলবার সকালে তাঁরা দুজনই বাসার বাইরে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী কিশোর তাঁদের ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ স্বজনদের।
বজলুর রহমান জানান, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর। পরে শিশুটির মা-বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরটিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dc3a
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন