English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

রাজশাহীতে আ. লীগের নারী কর্মীকে বেঁধে পুলিশে সোপর্দ

- Advertisements -

রাজশাহীতে আওয়ামী লীগের এক নারীকর্মীকে বেঁধে রেখে পুলিশ ডেকে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। সোমবার দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় রুমানা ইসলাম আঁখি নামের ওই আওয়ামী লীগ কর্মীকে বেঁধে রাখা হয়। এ সময় তাকে মারধরও করা হয়।

পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা-পুলিশ তাকে নিয়ে যায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার ওই নারীকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গতকাল সোমবার দিবাগত রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহবায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।

অপরদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/llgw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন