যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহসংলগ্ন ফলপট্টি এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন এক নারী। শনিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ খালেদা খানম ওরফে রুমি (৫৫)–এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নারীর পালিত সন্তান শেখ শামস (২২)–কে আটক করেছে পুলিশ। নিহত খালেদা খানম স্থানীয় শেখ শাহজাহানের মেয়ে। তাঁর কোনো সন্তান না থাকায় মাত্র তিন মাস বয়সে শামসকে দত্তক নিয়ে বড় করেন তিনি।
ফলপট্টি এলাকায় তাঁর দোতলা একটি বিপণিবিতান রয়েছে, যার নাম তিনি রেখেছিলেন ‘শামস মার্কেট’। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শামস মার্কেট’-এর নিচতলায় রয়েছে দোকান, আর দোতলায় থাকতেন খালেদা খানম। শনিবার সকালে দোকানিরা পানির সমস্যা নিয়ে তাঁকে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে চলে যান। পরে দুপুরে ফের ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে ৯৯৯–এ ফোন করেন স্থানীয়রা।
এরপর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ডাকাডাকি করলে শামস দরজা খুললেও দাবি করেন, খালেদা বাড়িতে নেই।
তবে পুলিশের সন্দেহ হলে তারা খালেদার কক্ষের কাছে যান। সেখানে শামস পুলিশকে দরজা না খোলার অনুরোধ করেন, যা আরও সন্দেহ জাগায়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে শামস স্বীকার করেন, শুক্রবার রাত ১টার দিকে তিনি লাঠি দিয়ে মাকে পিটিয়ে হত্যা করেন।
তিনি আরও জানান, মরদেহ ঘরের মধ্যেই রয়েছে।
পুলিশ স্বজনদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, শামস একজন মাদকাসক্ত।
নিহতের স্বজনদের দাবি, মাদকের টাকার জন্য আগেও মাকে মারধর করেছেন তিনি। ঘটনার বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’