English

27 C
Dhaka
বুধবার, জুন ১৮, ২০২৫
- Advertisement -

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, দুই ডাকাত গ্রেফতার

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)। এ ঘটনায় অজ্ঞাত ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টার দিকে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

অভিযোগ উঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে মরদেহে আঘাত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মেলেনি বলে দাবি করেছেন থানা পুলিশের কর্মকর্তারা।

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ অতীব গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতিমধ্যে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতিসহ এর প্রস্তুতির বিষয়ে একাধিক মামলা রয়েছে। বাকিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন