English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

- Advertisements -

ময়মনসিংহের গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তমিজ উদ্দিন (১৭) নামের এক কিশোরকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার কর করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকার বিপ্লব মিয়া (২৪) ও আসাদ ঢালী (৫০)।

নিহত তমিজ উদ্দিন একই এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৭ নভেম্বর ভাটিপাড়ার একটি মসজিদের পাশে লুডু খেলছিলেন তমিজ, বিপ্লব, রিয়াদ, আসাদ ঢালীসহ কয়েকজন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে লোহার রড দিয়ে তমিজকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ নভেম্বর মারা যায় তমিজ।

এ ঘটনায় পরদিন সকালে বিপ্লব, রিয়াদ, আসাদ ঢালীসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে পাগলা থানায় মামলা করা হয়।

গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4fz2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন