গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়া থেকেঃ বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী- সন্তান খু*নের রেশ কাটতে না কাটতেই আরেক প্রবাসী স্ত্রীর ২৪ ঘন্টার ব্যবধানে লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে একই সদর ইউনিয়নের হুদাবালা মধ্যপাড়া গ্রামে।
নিহত গৃহবধূর নাম মোমেনা আক্তার (৩০)। সে মালেশিয়া প্রবাসী রানা মিয়ার স্ত্রী। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোমেনা আক্তার সে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগতে ছিলেন। সে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার শেষে পরিবারের সবার সাথে ঘুমিয়ে পড়েন। এরপর মধ্যরাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে মা মোমেনা গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আছে। এ দৃশ্যটি দেখে সে চিৎকার দিয়ে ওঠে।
এসময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে বিষয়টি দেখে শিবগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ প্রবাসী পরিবারে জোড়া খুনের পর একই ইউনিয়নে আরেক প্রবাসীর স্ত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
