English

34 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

স্ত্রীকে নকল দিতে গিয়ে গ্রেপ্তার স্বামী

- Advertisements -

রাজশাহীর চারঘাটে স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামী আব্দুল বাতেনকে (৩০) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দনগাছী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Advertisements

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল বাতেন চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের পরীক্ষার্থী।

জানা যায়, নন্দনগাছী ডিগ্রী কলেজ কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ পরীক্ষা চলাকালে ওই যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিল।

Advertisements

সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁর পথরোধ করে কেন্দ্রে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ তাকে হাতেনাতে আটক করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করায় পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন