English

25 C
Dhaka
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
- Advertisement -

স্বামী-স্ত্রী সেজে আসামি ধরলেন দুই পুরুষ পুলিশ সদস্য

- Advertisements -

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া। তিনি সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা।

শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্বপন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত এলাকার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দিতেন তিনি। একাধিক সোর্স থাকায় পুলিশ আসার আগাম খবর পেয়ে পালিয়ে যেতেন। তাই তাকে ধরতে অভিনব কৌশল নেয় পুলিশ।

শনিবার বিকেলে এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সেজে ছদ্মবেশ ধারণ করেন, আর কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে করে স্বপনের বাড়িতে যান। তখন স্বপনের স্ত্রী উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। পুলিশ ঘরে ঢুকে দেখে স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। স্বপনের স্ত্রী ‘মহিলা এসেছে, মহিলা এসেছে’ বলার আগেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে স্বপনকে গ্রেপ্তার করে ফেলে।

এএসআই শরাফত আলী বলেন, মাদক কারবারি স্বপনকে গ্রেপ্তারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। সে অত্যন্ত চতুর। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এ জন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করতে পেরেছি।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/475y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন