চট্টগ্রাম নগরের ইপিজেড থানার কলসীদিঘী রোডের বালুর মাঠ এলাকায় থেকে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম। গ্রেফতার মো. আব্দুল্লাহ, সিলেট জেলার জকিগঞ্জ থানার সোনাপুকুর এলাকার মো. সিরাজের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, বাচ্চাদের আরবী পড়াতেন মো. আব্দুল্লাহ। ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে বালুর মাঠ এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d9cy
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন