মুন্সীগঞ্জে ৭২ বছরের এক বৃদ্ধা ধর্ষিতা হয়েছেন। ধর্ষক কাদের শেখ (৩৮) বৃদ্ধাকে ১০টি ডিম ও এক শ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শুক্রবার রাতে এশার নামাজের জন্য ওজু করতে গিয়ে মুন্সীগঞ্জ পৌর এলাকার পূর্ব শীলমন্দির এলাকায় ধর্ষণের শিকার হন ওই বৃদ্ধা। ধর্ষিতা এখন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের পুত্র।
ধর্ষিতা বৃদ্ধা ও পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘর থেকে বের হন পূর্ব শীলমন্দির এলাকার ৭২ বছর বয়সের ওই বৃদ্ধা। এ সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ (৩৮) তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে একই রাতে আবারো অভিযুক্ত কাদের ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে বৃদ্ধাকে ঘটনা ধামাচাপা দিতে বলে।
শনিবার সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়কে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন। দুপুরে ধর্ষণের ঘটনায় সদর থানায় ওই বৃদ্ধা অভিযোগ করেন।
অভিযোগ দায়ের ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরও অভিযুক্ত কাদের তার পথরোধ করে এবং হুমকি দেয়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন