আজ শনিবার সকালে ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
এর মধ্যে গোপন সংবাদের ভিক্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়া বড়ি উদ্ধার করে।
জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের শরীর ও ঘর তল্লাশি করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে।
৮টি প্যাকেটে ২০০ করে ও ২টি প্যাকেটে ১০০ করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার আনা ইয়াবা বড়ি নিজের শ্বশুর ছাড়াও এলাকার অনেককেই দিয়ে বিক্রি করাতেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরো কারা জড়িত আছে, শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z4eh