কক্সবাজারের উখিয়ায় রাজাপালং এলাকা থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
বুধবার গভীর রাতে হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-উখিয়া কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন (২০)।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, দুজন রোহিঙ্গা পাচারের জন্য বেশকিছু ইয়াবা নিয়ে অবস্থান করছিল জেনে অভিযান চালানো হয়। হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার অনুমানিক মূল্য ৯৮ লাখ টাকা। ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ede4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন