কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ রোববার ভোর ৪টায় কুতুপালং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)। তারা সাধারণ রোহিঙ্গা বলে জানা গেছে। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে র্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছেন।
কুতুপালং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ বলেন, ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4qnh
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন